শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি অবৈধ ভারতীয় আতশবাজি নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রামে দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৭ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক ২৩৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফেনী-নোয়াখালী মহাসড়কের পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের উপস্থিতি টেরপেয়ে ০১জন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে বর্নিত এলাকায় ০৪টি বস্তা রেখে দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে পরিত্যক্ত অবস্থায় ৪ টি বস্তা হতে ১৯ বক্স SPIDERMAN নামীয় পটকা/বোম, ০৬ বক্সে KITKAT নামীয় পটকা/বোম, ০৮ বক্স Fancy DELUX CHOCOLATEনামীয় চকলেট পটকা/বোম, TOFANনামীয় ছোচোলাটে ১৮ (আঠারো) বক্স, এবং ৪৭ বান্ডেল COBRA CRACKERSনামীয় পটকা/বোম উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধভাবে বিদেশী আতশবাজি এর আনুমনিক মূল্য ৫০,০০০/- টাকা।
উদ্ধারকৃত অবৈধ আতশবাজি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।