শনিবার, ২৪ মে ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আঞ্জুম অনন্যা গোমস্তাপুরবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এই পবিত্র মুহূর্তে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক বলে মঙ্গলকামনা করেছেন।
ইউএনও নিশাত আনজুম অনন্যা তার শুভেচ্ছা বাণীতে বলেন ,”ঈদুল ফিতর আমাদের সকলের জন্য আনন্দ,ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বয়ে আনে।এই পবিত্র দিনে আমরা সবাই যেন পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই।” তিনি আরও যোগ করেন, “গোমস্তাপুরবাসীর সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”তিনি গোমস্তাপুরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং নিরাপদ ও সুস্থভাবে উৎসব পালনের পরামর্শ দেন।এছাড়াও,তিনি ঈদের দিনে গরীব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তার মতে,ঈদের প্রকৃত আনন্দ তখনই ফুটে উঠবে যখন সমাজের প্রতিটি স্তরের মানুষ এই উৎসবে অংশ নিতে পারবেন।
নিশাত আনজুম অনন্যার এই শুভেচ্ছা বার্তা গোমস্তাপুর বাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।এলাকাবাসী তার এই উদার ও মানবিক বার্তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ।এদিকে,ঈদের সময় যাতে রাস্তা-ঘাটে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে,সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের আনন্দ যেন কোনোভাবেই বিশৃঙ্খলায় রূপ না নেয়,সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। ঈদ মোবারক।