শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
ফকির মিরাজ আলী শেখ, বিশেষ প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে এসব ধানের বীজ ও সার বিতরণ করেন।
এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কার্মসূচির আওতায় কোটালীপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।