শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
১৪ মার্চ ২০২৫ খ্রি: শুক্রবার নগরীর সিইপিজেড বে-শপিং চত্বরে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর সভাপতি অ্যাডভোকেট র“হুল আমিনের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন দুর্নীতি ও আইন সহায়তা কেন্দ্র (একলাক) এর বিভাগীয় পরিচালক জামাল চৌধুরী বিপ্লব।
এ সময় বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র আসকের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা কোহিনুর আক্তার কাজল, আরো বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র আসকের আলতাজ বেগম, রুজিনা আক্তার, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল আলম, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ মামুন, মহিলা সম্পাদিকা নাহার বেগম, নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা রুপালি আক্তার, মোহাম্মদ রিপন, মোহাম্মদ জহির, মোহাম্মদ করিম, মোঃ জসিম, মোহাম্মদ রাকিব, রেদওয়ান, মোঃ শরীফ প্রমুখ।