1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বিএনপিতে চাঁদাবাজ-সন্ত্রাসী কোন স্থান হবে না -আজিজুল বারি হেলাল সাতক্ষীরার নাবালিকা ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে র‌্যাব-৬ খুবির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের নতুন কমিটি ঘোষণা বটিয়াঘাটা সুরখালি ইউনিয়নে জায়ামাত ইসলামী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত ইপিজেড পুরাতন থানার সামনে ফুটপাত সড়কে টাইলস লাগানো কাজে অনিয়ম – দেখার যেন কেউ নেই। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ৮০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যা র‍্যাব-৭ চট্টগ্রাম’র অভিযানে হত্যা এবং ডাকতি সহ ১৬টি মামলায় পলাতক আসামী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জালাল মিয়া প্রকাশ স্প্রিং জালাল গ্রেফতার। র‍্যাব-৭ চট্টগ্রাম’র অভিযানে ইপিজেড থানার সোহাগ হত্যা মামলার আসামী মহিউদ্দিন প্রকাশ মাইন উদ্দিন ন গ্রেফতার। র‍্যাব-৭, চট্টগ্রাম’র অভিযানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলায় পলাতক আসামী লুৎফর রহমান গ্রেফতার। 

মুকসুদপুরের এসিল্যান্ড ও উপসহকারী তহসিলদারের বিরুদ্ধে “সেলামি” দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৮০ জন দেখেছেন

ফকির মিরাজ আলী শেখ,বিশেষ প্রতিনিধি:

————————————————–

মুকসুদপুরের এসিল্যান্ড ও উপসহকারী তহসিলদারের বিরুদ্ধে “সেলামি” দাবির মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে এলাকার সর্বস্তরের জনগণ ও সাধারণ ব্যবসায়ীরা।

আজ সোমবার সকাল ১০ টায়- গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড়
ব্রোঞ্জ মার্কেটের উত্তর পাশে তারা সমবেত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জলিরপাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা চিন্তা হরণ মন্ডল।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন আব্দুস সালাম কাজী।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, জিএম ফারুক মিনা, কাইয়ুম সিকদার, আল আমিন চোকদার, সুরেশ বৈরাগী, হিরু মিয়া শেখ, খলিল শেখ, আলী আজগর, সামাদ সরদার, আসাদ মিয়া, চৈতন্য বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা ও জলিরপাড় ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা রিমন বিশ্বাসের বিরুদ্ধে ভূমিদস্যু একটি স্বার্থান্বেষী মহল বর্তমান সরকারের প্রশংসনীয় কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসরেরা নানাবিধ চক্রান্তে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবরে মুকসুদপুরের এসিল্যান্ড ও জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরকারি জমির পুনঃ নবায়নের জন্য একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তারা মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় ব্রোঞ্জ মার্কেটে দোকানের বন্দোবস্ত পেতে আবেদন করেন। মূলত যারা ওখানে আবেদন করেছেন তারা বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর। একই ব্যক্তি একাধিক সরকারি বন্দোবস্ত নিয়েছে, অনেকে একটি বন্দোবস্ত নিয়ে একাধিক জায়গা দখল করেছে আবার অনেকে সরকারি সেলামি না দিয়ে বা বন্দোবস্ত না নিয়েই দীর্ঘদিন যাবত ঐ সকল সরকারি জমি ভোগ দখল করে আসছিলো।

পরবর্তীতে, পট পরিবর্তনের পর গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় সরকারি জায়গার সুষম বন্টন এবং সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে মুকসুদপুরের এসিল্যান্ড স্যার ও জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম ওই সকল ভূমিদস্যুদের বিপক্ষে গেলে এবং দীর্ঘদিন ধরে সরকারি ওই সম্পত্তি ভোগদখল করে আসা স্বার্থান্বেষী ভূমিদস্যুদের বিরুদ্ধে গেলে তারা চক্রান্ত করে গণমাধ্যমকর্মীদের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে এসিল্যান্ড স্যার ও উপসহকারী ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ও অনলাইন পোর্টালে নিউজ প্রকাশ করে। যা দেখে আমরা সোচ্চার হই এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাই।

এ সময় ফারুক হোসেন মিনা, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ বিপুল সংখ্যক স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো দেখুন......