বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
আমরা জীবনে সবাই চাই সফল হতে, ভালো কিছু করতে চাই। সফল হওয়ার প্রথম শর্ত হলো লক্ষ্য স্থির করা। লক্ষ্যকে স্থির রেখে বিশ্বাস ও চেষ্টার সাথে সামনে এগিয়ে যেতে হবে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে , হ্যাঁ আমি অবশ্যই পারবো। কিন্তু ব্যর্থতা আমাদের অনেকের জীবনে সফলতাকে কেড়ে নেই। তবে যারা ব্যর্থতা থেকে নিজের লক্ষ্য থেকে সরে আসে তারা জীবনে কখনও সফল হতে পারবেনা। আর যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাড়ায় তারাই সফলতার শিকড়ে পোঁছে যায়। আমাদের মধ্যে অনেকেই বুঝে উঠতে পারি না কিভাবে সফল হতে পারবো, জীবনে ঘুরে দাড়ানোর উপায় কি।
সফলতা অর্জন করার মূল শর্ত হলো আত্মবিশ্বাস। সব সময় চিন্তা করতে হবে যারা জীবনে সফল হয়েছে তারাও মানুষ। তারা যদি সফল হতে পারে আমি কেন পারবোনা। জীবনে চলার পথে ব্যর্থতা আসবেই তবে সেখান থেকে থেমে গেলে জীবনে সফলতা আনা সম্ভব না।
(সাংবাদিক মোঃ হৃদয় শেখ)