শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
পারভেজ রানা, স্টাফ রিপোর্টার:
বরগুনা গোয়েন্দা পুলিশের অভিযানে রান্না ঘরের মাটির নীচ থেকে ৫ কেজি উদ্ধার করা হয়েছে। এসময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী রাত দশটার সময় বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর থেকে এই গাঁজা জব্দ ও মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারির নাম আমিরুল ইসলাম। সে হলদিয়া ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামের মোস্তফা মাদবরের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা সুশীল কুমার থেকে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিকাশ কর্মকার সহ-সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বরগুনার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় বরগুনা জেলার আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর গাজীপুর আসামীর বসতঘরের আঙিনায় পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা কালে তাক আট করা হয়। তখন তার ডান হাতে গোলাপি রঙের প্লাস্টিকের পলিথিনের মধ্যে একশত গ্রাম গাঁজা উদ্ধার হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে তার বসতঘরের আঙিনায় রান্না ঘরের পাশে মাটির মধ্যে গর্ত করে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে তিন পোটলা গাজা আসামি নিজ হাতে বের করে দেয়। যাতে পাঁচ কেজি পরিমাণ গাঁজা ছিল।
এবিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসেন জানান উদ্ধার কৃত গাজার পরিমাণ ৫ কেজি ১০০ গ্রাম যার অবৈধ বাজার মূল্য অনুমান পাঁচ লক্ষ দশ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় এজাহার দায়ের করা হয়েছ।