শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
লন্ডন প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, যুক্তরাজ্যের উদ্যোগে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে আজ (শুক্রবার) বাদ জুমা ইস্ট লন্ডন মসজিদের সামনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী পাথরঘাটা ,বামনা, বেতাগী বাসীর প্রাণের স্পন্দন মাওলানা শামীম আহমেদ।
বক্তারা বলেন, “বাংলাদেশে চলমান দমন-পীড়ন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করার জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হতে হবে।
তারা আরও জানান, যুক্তরাজ্যে এমন কর্মসূচি অব্যাহত থাকবে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো হবে।