1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনায় নগর জুড়ে চলছে সংস্কার

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ জন দেখেছেন

রুবেল হোসেন, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের নির্দেশনায় নগর জুড়ে চলছে বিভিন্ন সংস্কার ও উন্নয়ন মূলক কাজ, ডেঙ্গু প্রতিরোধে চলছে ময়লায় ভরে যাওয়া খাল পরিষ্কার ও পূন:খনন।চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি এবং বাংলাদেশ কমিউনিটি পুলিশের বন্দর থানা সভাপতি হাজী হানিফ সওদাগরের উদ্যোগে ১৫ ই ডিসেম্বর ৩৮, নং ওয়ার্ড কাউন্সিলর অফিস, কার্যালয় সংলগ্ন, মাদ্রাসা এ তৈয়্যবিয়া ইসলামীয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার সামনে দীর্ঘদিনের মহেশ খাল নামে পরিচিত, নালা নর্দমার পানি চলা চলের পুরোনো খালটি ময়লা আবর্জনায়ও বাসাবাড়ির দখলে ভরাট হয়ে যাওয়া খাল পুনরায় খনন করার কর্মসূচি উদ্বোধন করেন।

এ খাল খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর চট্টলার নেতা বি এন পির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। খাল খনন কর্মসূচি উদ্বোধন পূর্বে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ও চট্টগ্রাম নগরীর উন্নয়নের যাত্রা চলমান রাখতে প্রধান অতিথি ডাঃ শাহাদাত হোসেন ও উদ্বোধক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, এ খাল খনন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রক্তের সাথে মিশে আছে, এ কার্যক্রম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি মহত কর্মসূচি, তিনি তত্কালীন সময়ে দেখিয়ে গেছেন নিজ উদ্যোগে কিভাবে রাষ্ট্রের সার্থে কর্মসূচি পালন করতে হয়। তাই জলাবদ্ধতা নিরসনে খাল অতি ব জরুরী, এবং খালের মাধ্যমে নালা নর্দমার পানি দ্রুত চলাচলের মাধ্যমে ড্রেন গুলো পরিষ্কার রাখা সম্ভব। চট্টগ্রামের উন্নয়নের জন্য কোন প্রকার গ্রুপিং চলবে না, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তার যথাযথ মূল্যায়ন করতে হবে এবং যে কোন প্রকার অপশক্তি নির্মূলে একত্রিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। তারা আরো বলেন, চট্টগ্রাম নগরীকে একটি গ্রীন সিটিতে পরিনত করতে হবে, সেজন্য সর্বস্তরের নেতাকর্মীগন যার যার জায়গা থেকে নিজ উদ্যোগে কাজ করতে হবে, এবং সিটি কর্পোরেশনের যে সকল কর্মকর্তাগণ কাজ করছে তারা সঠিক দায়িত্ব পালন করছেন কিনা তা সকল সচেতন নাগরিক নিজ স্থান থেকে দেখা শুনা করতে হবে বলেও বক্তারা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক- আলহাজ্ব মোঃ জাহেদ হাসান,৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক- আলহাজ্ব মোঃ জাহেদ ৩৭ নং ওয়ার্ড বি এ ন পির সাবেক

সভাপতি- হাসান মুরাদ ও সাধারণ সম্পাদক- মোঃ হাসান , সিটি কর্পোরেশনের বন্দরে দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও পরিচ্ছন্ন কর্মীগন ,৩৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি -কামরুজ্জামান, আলী আজম,সহ সাধারণ সম্পাদক – মোহাম্মদ হোসেন মনা, সেলিম সরদার,আজিজুল হক,থানা যুবদল নেতা, আলী রাশেদ,মামুনুর রশিদ,জুয়েল,আজগর ,লাল বাদশা, শাহজাহান সহকারে এলাকাবাসী , সচেতন নাগরিক এবং থানা ও ওয়ার্ডের সর্বস্তরের নেতা কর্মীগন।

শেয়ার করুন

আরো দেখুন......