বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: ১৩ নভেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির আর নেই। বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন
( ইন্নালিল্লাহে……… রাজিউন)।
জানা গেছে, সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
মরহুমার নামাজে জানাজা আজ বাদে আসর চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এদিকে বেগম রোজি কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বানিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী , ইপিজেড থানা বিএনপির সভাপতি ও নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, মোঃ শাহজাহান,ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিন,সাঃ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, যুবদলের মোঃ সোহেল, হোসনি মোবারক রিয়াদ, ছাত্রদলের আকিব জাভেদ, রায়হান সাদ্দাম রানা, সম্রাট হোসেন,স্বেচ্ছাসেবক দলের মোঃ ইউসুফ সুমন,
পতেঙ্গা থানা বিএনপির মোঃ শাহাবুদ্দিন,আবু জাফর, মুজিবুল হক কোং,নাজিম উদ্দিন চৌধুরী, মোঃ আলমগীর হোসেন,হাজী মোঃ হারুন কোম্পানি,৪০ নং ওয়ার্ডের মনজুর কাদের, জসিম উদ্দিন, মহিলা দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।