বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১লা নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বটিয়াঘাটার আয়োজনে আলোচনা সভা,শপথ বাক্য পাঠ,যুব ঋনের চেক, সনদ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুবকর মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শরীফ শাওন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিতেষ দাশ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দাশ, প্রেসক্লাব সভাপতি কবীর আহমেদ খান,সম্পাদক মনিরুজ্জামান শেখ, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মোঃ কামরুল ইসলাম,সাংবাদিক তরিকুল ইসলাম। এসময় আরো উপস্হিত ছিলেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোঃ আজিজুর রহমান,বটিয়াঘাটা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, মোঃ আলমগীর সরদার,মতিয়ার রহমান, শাহজাহান কাজী,স্বপ্নচুড়া যুব সংগঠনের নজরুল ইসলাম, প্রথম শ্রেণীর মেরিন মাস্টার হামিদুর শেখ, নাছিম উদ্দিন, গালিব উদ্দিন, আলী হোসেন, কুমারেশ মন্ডল,এসএম গোলাম মোস্তফা, প্রকল্প প্রশিক্ষক নিথর মন্ডল,প্রাণ
গোপাল বৈরাগী, মিলন মন্ডল প্রমূখ। সভার পর্বে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় ও উপজেলা পরিষদ চত্বরে পলিথিন কুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া যুব র্যালি অনুষ্ঠিত হয়। সভা শেষে চেক বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়।