রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
পারভেজ রানা বিশেষ প্রতিনিধি:
অন্তবর্তী কালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম শাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবীতে বরগুনা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ করেছে।
আজ সোমবার রাত সাড়ে আটটার সময় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ। জেলা যুবদলের আহবায়ক জাহিদ হোসেন মোল্লা ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির।
বক্তারা বলেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে তারা এই বিক্ষোভ মিছিল করেছেন। তারা সমাবেশে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে পায়তারার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবী করে।