রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
মোঃ রজিবুল ইসলাম সুইট,
বিভাগীয় প্রধান খুলনা :-
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির ০১টি সফল অভিযানে ০২ টি মোবাইল উদ্ধার সহ তাদের কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
০৮ নভেম্বর ২০২৩ তাং যশোর ডিবির এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় যশোর জেলার শার্শা থানাধীন নৈহাটির মোঃ বিল্লাল হোসেন(২৯), পিতা-মৃত আব্দুল গাজী, মাতা-সালমা বেগম এর বসতবাড়ির নিজ শয়ন ঘর হতে বাংলাদেশ সরকারের অনুমোদনবিহীন অবৈধ ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে Mobcash, 1xbet ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারকারী আসামী ১। মোঃ বিল্লাল হোসেন(২৯), পিতা-মৃত আব্দুল গাজী, সাং-নৈহাটি, ২। মোঃ আজিজুর রহমান(২৬), পিতা-মোঃ তোজাম্মেল হক, সাং-পাড়িয়ারঘোপ, উভয়থানা-শার্শা, জেলা-যশোর দ্বয়কে ০২ (দুই) টি মোবাইল ফোন সহ গ্রেফতার করেন।
যশোর জেলা ডিবি বলেন,
যাদ্বারা অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন এর মাধ্যমে অবৈধ ব্যবসা করে থাকে।
এ সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।