শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ
১ ডিসেম্বর ২০২৩ ইং শুক্রবার বিকাল ৩ঃ০০ টায় বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা উপজেলার শাখা কর্তৃক আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপজেলা দলীয় কার্যালয়ে বিকাল ৩ঃ০০ টায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সবাই উপজেলার পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে সভাপতি এবং সম্পাদক মন্ডলীদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিসভায় মূল আলোচনা উঠে আসে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃ ক মনোনয়ন পাওয়া ব্যক্তিকেই অর্থাৎ নৌকা মার্কা প্রতিককে বিজয়ী করতে হবে এই আলোকে বক্তব্য দিতে গিয়ে উপজেলা শাখার প্রত্যেক ইউনিয়ন থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিশেষ ব্যক্তিগণ বক্তব্য পেশ করেন এবং সকলের কাছ থেকে নৌকা মার্কা প্রতিকে অর্থাৎ চারঘাট বাঘার উন্নয়নের রূপকার তিনবারের সফল সংসদ সদস্য দুইবারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম কে ভোট দিয়ে কিভাবে বিজয় অর্জন করা যায় সেই বিষয়ে আলোকপাত করে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন। উক্ত আলোচনা সভায়
বক্তাদের মধ্যে বিশেষ করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজশাহী জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ রোকনুজ্জামান রিন্টু, চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল দেওয়ান ,সাবেক চেয়ারম্যান আজিজুল আজম, গড়গড়ী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি ও গড়গড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আনিসুর রহমান, মোঃ সাবদার হোসেন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।