শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা খুলনা,
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বটিয়াঘাটা উপজেলার আয়োজনে ১লা নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেখ নুরুল আলম উপজেলা নির্বাহী অফিসার বটিয়াঘাটা খুলনা, সভাপতিত্ব করেন মোঃ আবুবকর মোল্লা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বটিয়াঘাটা খুলনা, বিশেষ অতিথি ছিলেন নিতাই চন্দ্র গাইন উপজেলা ভাইস চেয়ারম্যান বটিয়াঘাটা খুলনা, ও চঞ্চলা মন্ডল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বটিয়াঘাটা খুলনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, সরকারি বটিয়াঘাটা কলেজের অধ্যক্ষ অমিতেষ দাশ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক মহিদুল ইসলাম( শাহীন) প্রমুখ। আলোচনা সভা শেষে ৭ জন প্রশিক্ষিত যুবকদের মাঝে চার লাখ নব্বই হাজার টাকার চেক বিতরন করা হয়। এছাড়া প্রশিক্ষণ গ্রহণ কারিদের মাঝে যাতায়াত ভাতা বিতরন করা হয়। অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অফিসের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।