1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

দিনের শুরুতে ত্রিশ হাজার পাঁচ`শ টাকা টোল আদায় প্রথম দুই ঘন্টায় ১২১টি যানবাহন পারাপার।

  • আপডেট সময়ঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

ওমর ফারুক, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

২৯ অক্টোবর রবিবার –ভোর থেকে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল ৮টা পর্যন্ত দুই ঘণ্টায় ১২১টি যানবাহন চলাচল করেছে।

রবিবার ২৯ অক্টোবর ভোর ৬টা থেকে যান চলাচল শুরু হয়।
প্রথম যাত্রীবাহী বাস হিসেবে টোল দেয় বিডি বাস লাভার গ্রুপের একটি বাস। আনোয়ারা প্রান্তে ভোর ছয়টায় প্রথম যাত্রী হিসেবে টোল দেন মুন্সিগঞ্জের ব্যবসায়ী জুয়েল রানা। এরপর টোল দেন সাতকানিয়ার চালক শফিক আলম। টানেলে প্রবেশের জন্য উভয় প্রান্তে অপেক্ষায় ছিল প্রায় শতাধিক গাড়ি। তবে পতেঙ্গা প্রান্তের চেয়ে আনোয়ারা প্রান্তে গাড়ির চাপ বেশি ছিলো।

টানেল খুলে দেওয়ার পর ৬টা থেকে ৭টা পর্যন্ত ১ ঘণ্টায় ৭২টি গাড়ি চলাচল করে। আর এতে টোল আদায় হয় ১৯ হাজার ৫০ টাকা।
পরের এক ঘণ্টায় ৭টা থেকে ৮টা পর্যন্ত ৪৯টি গাড়ি অতিক্রম করে। এতে টোল আসে ১১ হাজার ২০০ টাকা। সবমিলিয়ে প্রথম দুই ঘণ্টায় ১২১টি গাড়ি থেকে ৩০ হাজার ৫০০ টাকার টোল আদায় হয়েছে বলে জানান।

বেলায়েত হোসেন নামে এক টোল ম্যানেজার জানান, সকাল থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় টানেল,
প্রথম এক ঘণ্টায় একটু বেশি যানবাহন ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বাড়তে পারে বলে জানান টোল টোল ম্যানেজার বেলায়েত হোসেন।

টানেল পারাপারের জন্য টোল নির্ধারণ করে দেয় সরকার। সেতু বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, জিপ বা পিকআপের জন্য ২০০ টাকা এবং মাইক্রোবাসের জন্য টোল ২৫০ টাকা, বাসের ৩১ আসন বা এর কম হলে টোল ৩০০ টাকা-৩২ আসন বা তার বেশি হলে ৪০০ টাকা,ও ৩-এক্সেল বাসের জন্য টোল ৫০০ টাকা, ট্রাক-৫ টন পর্যন্ত ৪০০ টাকা, ৮ টন পর্যন্ত ৫০০ টাকা। এবং ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ৬০০ টাকা, মালবাহী ৩ এক্সেল ট্রেলারের টোল ৮০০ টাকা – ৪ এক্সেল ট্রেলারে ১ হাজার টাকা, ৪ এক্সেলের বেশি প্রতি এক্সেলের জন্য ১ হাজারের সঙ্গে ২০০ টাকা।
টানেল উদ্বোধন এর দ্বিতীয় দিনে যান বাহন চলাচল কম হলেও পরক্ষণে যান বাহন চলাচল বৃদ্ধি হবে টোল টেক্স ও বৃদ্ধি হবে বলে জানিয়েছেন টোল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

আরো দেখুন......