শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
ওমর ফারুক, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
২৯ অক্টোবর ঢাকায় গতকাল পেশাগত দায়িত্বে পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ২৯ অক্টোবর রোববার সকালে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলী আব্বাস,সিইউজের নেতা মোঃ শামসুল হক, রিয়াজ হায়দার চৌধুরী, সদস্য মোঃ রুবেল খান, শহিদুল ইসলাম, আনিসুজ্জামান দুলাল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা, বলেন, গনমাধ্যমের সদস্যরা নিরপেক্ষ দায়িত্ব পালনে সবার সহযোগিতা এবং রাজনৈতিক দল ও প্রসাশন কে মিডিয়ার প্রতি সদয় আচরণ করে সঠিক তথ্যসূত্র দিয়ে সংবাদ সংগ্রহ,তা দেশের গণমানুষের নিকট পৌঁছাতে সর্বাত্মক সহায়তা প্রদান করার বিশেষ অনুরোধ জানিয়েছেন।
এসময় গনমাধ্যম নেতৃবৃন্দরা হামলায় দোষী ব্যক্তিদের কঠোর আইনী ব্যবস্থায় জোর শাস্তির দাবি জানিয়েছেন।