বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন
সাইয়্যেদ শান্ত,পঞ্চগড় প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে পঞ্চগড় পৌর ছাত্রলীগ।
বুধবার (১৮ অক্টোবর) বিকালে পঞ্চগড় পৌর ছাত্রলীগের মাহির মিম নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।পরে পৌর ছাত্রলীগের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি। ইতিহাস সাক্ষ্য দেয়- তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।