বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন
আব্দুল আজিজ উপজেলা প্রতিনিধিঃ ১৬ই অক্টোবর ২০২৩ ইং (সোমবার) রাজশাহীর বাঘায় বাঘা ঈশ্বরদী হাই রোডে বানিয়াপাড়া মসজিদ সংলগ্ন ভোর তিনটার দিকে বাঘা থেকে ঈশ্বরদী অভিমুখে সিএনসি ড্রাইভার তার সিএনজি গ্যাস নেওয়ার জন্য ঈশ্বরদী অভিমুকে যাচ্ছিলেন এমত অবস্থায় পেছন দিক থেকে আসা দুটি ট্রাক প্রথম ট্রাকটি ধাক্কা দিয়ে ফেলে দেয় দ্বিতীয় ট্রাক সিএনজির উপর দিয়ে চলে গেছে ঘটনাস্থলে ই ড্রাইভার তুহিন মৃত্যু বরন করে। ড্রাইভার তুহিন আহাম্মেদ(,মনা) আমোদপুর উওর পাড়া নিবাসি, মোঃ চমক আহাম্মদের ছেলে । কিছুক্ষণ পরে বাঘা থানা টহল পুলিশ টহলের সময় ঘটনাস্থলে দেখেন এক্সিডেন্টে একটি লাশ পড়ে আছে। উক্ত টহল পুলিশ বাঘা থানায় নিয়ে আসেন এবং পরিবারকে খবর দিলে তুহিনের পরিবার থানায় কোন অভিযোগ দায়ের করবে না মরমে স্বাক্ষর করে লাশ টি দাফন কাফনের উদ্দেশ্যে নিয়ে যায়। মরহুম তুহিনের ১বছর ৩মাস বয়সের ১টি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে এ তথ্যটি পাওয়া যায়।