সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন
হারুন অর রশিদ,বিশেষ প্রতিনিধি:-
‘শেখ হাসিনার হাতে থাকলে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ’, একটা নিম্ন আয়ের দেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ডিজিটালাইজেশন ও মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার লক্ষ্যে এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর, সোমবার দুপুরে থেকে সন্ধ্যা অবধি গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন ৩২, গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসন থেকে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিদ্যুৎ বিতরন বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহজাহান সিরাজ। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট, হরিরামপুর, শিবেরবাজার, ধর্মপুর এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি জনসাধারনের কাছে নৌকা মার্কায় ভোট ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের জন্য দোয়া চান।
এছাড়াও নাকাইহাট কলেজ, নাকাইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়, ক্রোড়গাছা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, ক্রোড়গাছা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক/শিক্ষিকা, কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি প্রদানের কথা উল্লেখ করেন। মত বিনিময়কালে তিনি জাতির বিবেক শিক্ষক সমাজের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরার অনুরোধ জানান।
আওয়ামী পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার শাহজাহান সিরাজ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠণের জন্য আমাদের সোনার মানুষে পরিণত হতে হবে। টেকসই উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে। যেখানে যা প্রয়োজন সেই পরিকল্পনা মাফিক প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করলেই জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠিত হবে।