শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
মোঃ কামরুল ইসলাম টিটু,
বাগেরহাট জেলা প্রতিনিধি:-
আজ ১২ সেপ্টেম্বর উপজেলার এইচ এস সি পরীক্ষা কেন্দ্র রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার ৫নং কক্ষ থেকে বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান পরীক্ষার একটি উত্তর পত্র গায়েব হয়েছে। পরীক্ষার্থী তামিম ইকবাল এর ইকবালের তিনি কক্ষ পরিদর্শক এর কাছে জমা দিয়েছেন। অন্যদিকে তিন কক্ষ পরিদর্শক দাবি করেছেন পরীক্ষা শেষে গণনাকালে তার লিখিত পরীক্ষার উত্তর পত্রটি পাওয়া যায়নি। তবে এমসিকিউ উত্তর পত্রটি আগেই জমা দিয়েছেন। এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির জানান তিনি বিষয়টি শুনে তখনই উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রক ও থানা অফিসার ইনচার্জ কে বিষয়টি অবহিত করেছেন। এছাড়া ওই ছাত্রকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন ছাত্রের দাবি খাতা জমা দিয়ে পরীক্ষা কক্ষ থেকে বেরিয়েছে। অন্যদিকে মাতৃভাষা ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক একজন ও মুক্তিযোদ্ধা মফিজুল হক কৃষি কলেজের দুইজন প্রভাষক দায়িত্ব পালনকারী কক্ষ পরিদর্শকরা জানিয়েছেন, তারা পরীক্ষা শেষে খাতা গণনায় একটি উত্তরপত্র পাননি। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম স্যারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং কক্ষপরিদর্শক ও ওই ছাত্রকে কাছ থেকে বিষয়টি জেনেছেন তবে ছাত্র দাবী করেছে তিনি উত্তর পত্রটি জমা দিয়েছে। স্যার আরো জানান বিষয়টি ঊর্ধ্বততম কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মোঃ কামরুল ইসলাম টিটু
তারিখ:১৩-০৮-২০২৩
শরণখোলা বাগেরহাট