1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি।

শরণখোলায় ব্রি হাইব্রিড ধান-৭ চাষে বাম্পার ফলন,খুশি

  • আপডেট সময়ঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ জন দেখেছেন

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরণখোলা প্রতিনিধি:-

চাষির ব্রি হাইব্রিড ধান-৭ চাষ করে সফল হয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামের চাষিরা। আউশ মৌসুমের এই ধান চাষ করে হেক্টর প্রতি ৭ টনের বেশি ফলনের আশা করছেন তারা। যা কৃষকদের মতে বাম্পার ফলন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সহযোগীতায় গত পহেলা মে মধ্য খোন্তাকাটা গ্রামে ১৫০ বিগা জমিতে ব্রি হাইব্রিড ধান-৭ চাষ করেন একই এলাকার কৃষক ফারুক জোমাদ্দার,হালিম হাওলাদারসহ প্রায় ১০জন কৃষক। যা বীজ বপন থেকে শুরু করে ১১৫ দিনের মাথায় ফলন এসেছে। তাইতো বিস্তীর্ণ মাঠজুড়ে চোখে পড়ছে সবুজ গাছে সোনালী ধানের বাতাসে দোল খাওয়ার অপরুপ দৃশ্য। আর কিছুদিন পরেই শুরু হবে কৃষকের স্বপ্ন সোনালী ধান কেটে ঘরে তোলার সময়। তাইতো ধানের ফলন দেখে খুশি ওই মাঠের চাষীরা। এবিষয়ে কৃষক ফারুক জোমাদ্দার ও হালিম হাওলাদার বলেন,গতবছর তারা একই এলাকার একশ বিগা জমিতে ব্রি ধান-৭ চাষ করে সফল হয়েছেন। তাই তারা এবছর দেড়শ বিগা জমিতে ব্রি ধান-৭ চাষ করেছেন। যার ফলন বাম্পার হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় খোন্তাকাটা ব্রি হাইব্রিড ধান-৭ প্রদর্শনী পরিদর্শন করেন,গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার এবং প্রধান ব্রি ড.মোহাম্মদ জাহিদুল ইসলাম,সাইন্টিফিক অফিসার সৃজন চন্দ্র দাস,মো.খালিদ হাসান তারেক ও শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন,গত অর্থবছর থেকে আমরা এ আউশ ধানটি চাষ করছি। গতবছর এখানে চাষাবাদ হয়েছিল একশ বিগা জমিতে। এবছর তা বাড়িয়ে দেড়শ বিগায় উন্নিত করা হয়েছে। ধানের ফলন যথেষ্ট ভাল হয়েছে । আগামীতে কৃষকরা এই ধান চাষে আরো আগ্রহী হবেন। গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সাইন্টিফিক অফিসার এবং প্রধান ব্রি ড.মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন,ব্রি হাইব্রিড ধান-৭ আউশ মৌসুমের একটি জনপ্রিয় ধান। এই ধানের জীবনকাল ১১৫দিনের মত এবং গড় ফলন ৭টনেরও বেশি। এবছর এই এলাকায় দেড়শ বিগা জমিতে ব্রি ধান-৭ চাষ হয়েছে। যার ফলন আসা করা যায় হেক্টর প্রতি ৭ টনের বেশি হবে এবং কৃষকরাও খুশি।

শেয়ার করুন

আরো দেখুন......