শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
টি আই মাহামুদ,
বান্দরবান জেলা প্রতিনিধি:-
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশ – এর ২০২৩-২৪ অর্থ বছরে আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় (১ম সংশোধিত) আলীকদম উপজেলায় প্রথম ধাপে ৩০জন চাষীকে চারা, জৈবসার-সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ ২২শে আগষ্ট (মঙ্গলবার) সকালে আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় উক্ত কৃষি উপকরণ বিতরণ করেন।
উক্ত প্রকল্পের আওতায় (১ম ধাপে) ৩০জন কৃষক/কৃষাণীকে ১৫৬০টি বিভিন্ন জাতের (মাল্টা, কমলালেবু, দেশী লেবু ও বাতাবিলেবু ) চারা এবং উক্ত চারাগাছ পরিচর্যার জন্য চুন ও ৩টন জৈবসার-সহ স্প্রেয়ার মেশিন, বাড়িং নাইফ, সিকেচার বিতরণ করা হয়েছে।
চারা ও কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় বলেন, ভিটামিন- সি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
লেবু জাতীয় ফসল যেমন: কমলা, মাল্টা, লেবু(কাগুজি), বাতাবীলেবু ইত্যাদি ফল ভিটামিন-সি তে ভরপুর। বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ করনে এই প্রকল্পটি বাস্তবায়নে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছেন।
এসময় আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজল কান্তি দাশ, এসএপিপিও হুমাউন কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম – সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।