শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
মোঃ রজিবুল ইসলাম সুইট,বিভাগীয় প্রধান খুলনা :-
০৫/০৮/২০২৩ খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ফুলতলা থানা এলাকা হতে ০৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার।
খুলনা জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিকাল ০৪.০০ ঘটিকার সময় ফুলতলা থানা এলাকার ধোপাখোলা ঈদগাহ ময়দানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী রাজু গাজী (৩৯), পিতা- তাজউদ্দিন গাজী, বর্তমান সাং-ভূইকারা, থানা-অভয়নগর, জেলা-যশোর।আসামীর স্থায়ী বাড়ি হিরোনকান্দি,থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ কে ধৃত করেন। ধৃত আসামীর হেফাজত হতে ০৩ (তিন) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্বার করে।
এ সংক্রান্তে এসআই সৌরভ কুমার দাস বাদী হয়ে ফুলতলা থানায় এজাহার দায়ের করেন।