শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা গোয়েন্দা পুলিশ (বন্দর ও পশ্চিম) জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেন দিক-নিদের্শনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ কেপায়েত উল্লাহ পিপিএম এর নেতৃত্বে, এসআই (নিঃ) মোহাম্মদ মহসিন উদ্দীনের সঙ্গীয় ফোর্সসহ গতকাল (১৬জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার ফুলকলি এলাকাস্থ চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের নিকটস্থ জাহাঙ্গীর মিস্ত্রীর গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে ২৫২০ ইয়াবা ১টি ট্রাকসহ মোঃ লিয়াকত আলী বাপ্পারাজ (বাপ্পী)ও মোঃ সলিম উল্ল্যাহ(সেলিম )কে আটক করেন।
আটকককৃত ব্যক্তিরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কমদামে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে আসছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে ।
তাদের কে নিকটস্থ বাকলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে কতর্ব্যরত পুলিশ অফিসার সংবাদ মাধ্যম জানিয়েছেন।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা
গোয়েন্দা পুলিশ (বন্দর ও পশ্চিম) জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেন
দিক-নিদের্শনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ কেপায়েত উল্লাহ পিপিএম এর নেতৃত্বে, এসআই (নিঃ) মোহাম্মদ মহসিন উদ্দীনের সঙ্গীয় ফোর্সসহ গতকাল (১৬জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার ফুলকলি এলাকাস্থ চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের নিকটস্থ জাহাঙ্গীর মিস্ত্রীর গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে ২৫২০ ইয়াবা ১টি ট্রাকসহ মোঃ লিয়াকত আলী বাপ্পারাজ (বাপ্পী)ও মোঃ সলিম উল্ল্যাহ(সেলিম )কে আটক করেন।
আটকককৃত ব্যক্তিরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কমদামে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে আসছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে ।
তাদের কে নিকটস্থ বাকলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে কতর্ব্যরত পুলিশ অফিসার সংবাদ মাধ্যম জানিয়েছেন।