শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
বান্দরবান জেলা প্রতিনিধি:- যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে “সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা” এবং “মাদকদ্রব্যের অপব্যবহার, জঙ্গীবাদ সন্ত্রাসবাদ বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা” শীর্ষক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩জুন (মঙ্গলবার) আলীকদম উপজেলার পুরাতন অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব।
একই সময়ে, যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন “দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় সমন্বিত খামার স্থাপন সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে পচনশীল জৈবপদার্থ (গরুর গোবর, খড়, কাঁচা তরকারির ফেলে দেওয়া অংশ) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে নিজ নিজ পরিবারের জ্বালানীর (গ্যাসের) চাহিদা মেটানোসহ বাণিজ্যিকভাবেও ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এই প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপ সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা থোয়াইনু মার্মা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উসুইচিং মার্মা। জেলা যুব উন্নয়ন ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসার (ইমপ্যাক্ট প্রকল্প) বিষ্ণু পদ রায়, মোঃ কামাল হোসেন সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কমিউনিটি সুপারভাইজার মো আমিনুল ইসলাম।
শেষে প্রশিক্ষণার্থীদের একটি করে ব্যাগ কলম বিতরন করা হয়।