রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:- আজ শনিবার, ১৩ মে ২০২৩ সিডরের মতো গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ‘মোখা” ২০০৭ বাংলাদেশে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। এতে উপকূলের জেলাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এবার সিডরের মতো সমতুল্য গতিবেগ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা।
শনিবার (১৩ মে) সকালে ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ অবস্থা জানাতে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, সব সাইক্লোনের বৈশিষ্ট্য স্বতন্ত্র। সিডরের সঙ্গে এর তুলনা করলে বলা যায়, যতক্ষণ পর্যন্ত এটা বঙ্গোপসাগরে থাকবে ততক্ষণ পর্যন্ত এর শক্তি ক্রমান্বয়ে বাড়াতে থাকবে। উপকূলে আসার আগ মুহূর্ত পর্যন্ত এটি শক্তি সঞ্চয় করতে থাকবে।