শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
ফিরোজ মাহমুদ স্টাফ রিপোর্টার (খুলনা) :আজ ২৭শে এপ্রিল ফুলতলা রিইউনিয়ন স্কুল এন্ড কলেজ এ মেয়ে দের ব্যক্তি গত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের হলরুমে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার খোসনুর রোবায়েত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম ডি সাহিন হাসান Sales Manager ,SMC EL,Khulna ,সাজ্জাদ হোসেন মোল্লাSAE – DS,SMC EL,Khulna,মাসুম ইমতিয়াজ SSPO, SMC EL,Khulna।
অনুষ্ঠানে কিনোট বক্তা ছিলেন ডাঃ খালেদা ইয়াসমিন। আয়োজিত আলোচনা সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অজয় কুমার চক্রবর্তী, প্রিন্সিপাল, ফুলতলা রিইউনিয়ন স্কুল এন্ড কলেজ।
কর্মসূচিতে ২৬৪ মেয়ে শিক্ষার্থী অংশ গ্রহণ করে এবং তাদের মাঝে এস এম সি র বহুল ব্যবহৃত জয়া সেনেটারী ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করা হয়।