শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
আবুআলম, শরীয়তপুর প্রতিনিধি: ডামুড্যা কৃষি অফিসের উদ্যোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম -ফেজ- ২(এনএটিপি-০২) এর আওতায় ৩০০ জন সিআইজি কৃষক /কৃষানী দেরকে নিয়ে কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১২ই এপ্রিল ২০২৩ ডামুড্যা উপজেলা অডিওটরিয়ামে অনুষ্ঠিত হয় ।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার জনাব, হাছিবা খান এর সভাপত্বীতে আয়োজন করা হয় ,
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ডামুড্যা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার শেখ, বিশেষ অতিথী ডামুড্যা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল মোতালেব সহকারী কৃষি সাম্প্রসারান কর্মকর্তা আয়ুব আলী।উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা দিলীপ দত্ত উপস্থিত ছিলেন ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব হাছিবা খান কৃষক /কৃষানীর উদ্দেশ্য করে বলেন সরকার বিভিন্ন মৌসুমে বিভিন্ন ভাবে অনেক সহায়তা করে থাকেন কৃষক দের যেমন: সার, বীজ ,চারা কীটনাশক ,ধান,ঘম সহ নানান উপকরন । দেশের শিকড় হইলো কৃষি আর কৃষি খাদের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন ।
কি ভাবে দেশের খাদ্য সংকট দূরিকরন করা যায় কি ভাবে চাষা-আবাদ উন্নয়নএবং ফলন বৃদ্ধি করা যায় ।
পরিশেষে তিনি বলেন সিআইজি কংগ্রেস সংগঠনের মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাতের বিস্তার ঘটেছে, বিভিন্ন আধুনিক প্রযুক্তির বিস্তার ঘটেছে।