শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
মোস্তাফিজুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ খুলনা বিজিবি (২১)ব্যাটালিয়নের সদস্যরা শনিবার( ৮ এপ্রিল) দুপুরের দিকে শার্শার পাঁচভুলোট সীমান্ত থেকে ১ কেজি ওজনের বড় ২ পিস স্বর্ণ সহ এক পাচারকারীকে আটক করেছে। পাচারকারী শার্শার পাচভুলোট গ্রামের আব্দুল হালিমের ছেলে সাইদুল ইসলাম (২৫)।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদে জানতে পারি স্বর্ণের এক পাচারকারী সীমান্তের ওই পথে ভারতে পাচার করার জন্য এ পথে আসছে।সে মোতাবেক পাচভুলোট বিওপির টহল দল গোপনে অবস্থান নেন।একটি ইজিবাইক আসতে দেখে বাইকটি থামানো হয়। ইজিবাইকের মধ্যে বসা পাচারকারীকে তল্লাশী করে তার প্যান্টের পকেটে বিশেষ লুকাইত স্বর্নের বারগুলোে উদ্ধার করা হয়।
পাচারকারী সীমান্তের এপথেই ভারতে স্বর্ণগুলো পাচার করতে চেয়েছিল।স্বর্নের আনুমানিক বাজারমুল্য ৮৫ লক্ষ টাকা।
উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ৩০ (ত্রিশ) বারে ৩২ জন আসামীসহ সর্বমোট ৯৭ কেজি ০১৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৭৬,৯৬,১৯,৯৪৫/- (ছিয়াত্তর কোটি ছিয়ানব্বই লক্ষ ঊনিশ হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকা।