রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন
সুমাইয়া শিলা ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের এ পর্যন্ত ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রার্থী এডভোকেট এম এ কাদের মিয়া বিপুল ভোট পেয়ে থাকায় তিনিই জয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ওমর ফারুক জিহাদি হাতপাখা প্রতীকে বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন।
বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী হলফনামায় তথ্য গোপন করে নির্বাচিত হওয়ায় নিকটতম প্রার্থী প্রার্থী মামলা করলে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতে উক্ত বিজয়ী প্রার্থীকে অবৈধ ঘোষণা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।