শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যেগে এবং বে-সরকারী সংস্থা আমতলী এ,পি, ওয়র্ল্ড ভিশন বাংলাদেশ, এন,এস.এস এডুকো বাংলাদেশ,ফিড দ্যা ফিউচার, বাংলাদেশ নিউট্রশন এক্টিভিট, এফ,এইচ এসোসিয়েশন এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এ,কে,এম সামসুদ্দিন আহম্মেদ শানু,পৌর সভার প্যানেল মেয়র মো: হাবিবুর রহমান, আমতলী থানার সাব ইন্সপেকটর সুজন চক্রবর্তী, মহিলা কাউন্সিলর মোসা: ফরিদা ইয়াসমিন প্রমুখ।