1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

খুলনায় নিজ স্ত্রী কে হত‌্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনায় স্ত্রী হত‌্যারদা‌য়ে স্বামী ওমর ফারুখ‌কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সা‌থে তা‌কে ৩০ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরও ০৬ মা‌সের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে।

 

০৯/০২/২০২৩ বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহামুদা খাতুন এ রায় ঘোষণা ক‌রেন।

 

রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন। আসা‌মি ওমর ফারুখ খানজাহান আলী থানা এলাকার পা‌ড়িয়ারডাঙ্গা এলাকার রুস্তুম আলী ফারাজীর ছে‌লে।

 

আদালত সূত্র জানায়, হত‌্যকা‌ন্ডের ০৩ বছর পূ‌র্বে আসা‌মি ওমর ফারুখ ও নুপু‌রের বি‌য়ে হয়। বি‌য়ের পর তা‌দের এক‌টি পুত্র সন্তানের জন্ম হয়। ঘটনার ০৩ মাস পূ‌র্বে তা‌দের স্বামী স্ত্রীর ম‌ধ্যে কলহ হয়। প্রায় আসা‌মি ভিক‌টিম‌কে মারধর করত। বিষয়‌টি জান‌তে‌ পে‌রে নুপু‌রের বাবা জমাই মে‌য়ে‌কে বা‌ড়ি ডে‌কে নেয়। জামাইকে কিছু টাকা দেওয়ার আশ্বাস দেন নিহ‌তের বাবা মোঃখ‌লিলুর রহমান। প‌রে মে‌য়ে‌কে বু‌ঝি‌য়ে শ্বশুর বা‌ড়ি‌তে পা‌ঠি‌য়ে দেন।

 

২০১৮ সা‌লের ১৭ জুলাই ভোর রা‌তে লোকমারফত খ‌লিল জান‌তে প‌ারে তার মে‌য়ের মৃত‌্যু হ‌য়ে‌ছে। বা‌ড়ির পা‌শের বাগা‌নে মে‌য়ের মর‌দেহ প‌ড়ে র‌য়ে‌ছে। সেখা‌নে গি‌য়ে মে‌য়ের হাত ও মুখবাধা লাশ দে‌খে তার স‌ন্দেহ হয়। এ ঘটনায় মে‌য়ের স্বামী ওমর ফারুখ‌কে আসা‌মি ক‌রে থানায় মামলা দা‌য়ের ক‌রেন। প‌রে পু‌লিশ আসা‌মি ফারুখ‌কে গ্রেপ্তার ক‌রে।

 

পুু‌লি‌শের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে স্ত্রীকে কু‌পি‌য়ে হত‌্যাকা‌ন্ডের দায় স্বীকার ক‌রে।

 

মামলার তদন্ত কর্মকর্তা খানজাহান আলী থানার এসআই সুমঙ্গল কুমার দাশ ফারুখ‌কে আসা‌মি ক‌রে একই বছ‌রের ১৯ ডিসেম্বর আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। মামলা চলাকালীন ১৪ জ‌নের ম‌ধ্যে ১০ জন স্বাক্ষ‌্য প্রদান ক‌রেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. কে এম ইকবাল।

 

 

শেয়ার করুন

আরো দেখুন......