বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২৮শে জানুয়ারী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় (ধানমন্ডি) সুধা সদন-এ জন্ম গ্রহণের পর থেকে নানা লড়াই, সংগ্রাম, চড়াই-উৎরাই পেরিয়ে ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ২০তম বছরে পর্দাপন করবে।
দেশের মোটরযান চালকদের প্রিয় সংগঠন আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে আগামীকাল ২৮শে জানুয়ারী সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ ১৯বছরের ইতিহাসে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল সংগ্রামে, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে মোটর চালক লীগ নেতৃত্ব দিয়ে গৌরবউজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ পরিবারের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ, সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।