সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
কবিতাটি আগের মতো পেপারিং করুন এবং
লিংক দিন
পরবর্তী লেখাটি-
“বাড়িওয়ালা ও বাড়াটিয়া মহিলার নিবিড় সম্পর্কের জের ধরে সকল পুরাতন বাড়াটিয়াদের উপর অত্যাচার”
**★**★ বন্ধু ৫০**★**★
★★**★★**★★**★★
পশ্চিমেতে উঁকি মারে
পূর্বে যাওয়ার জন্য,
উত্তরেতে উঁকি মারে-
দক্ষিনে যাওয়ার জন্য।
পূর্বেতে ইশারা করে-
পশ্চিমে যাওয়ার জন্য,
দক্ষিনেতে শীষ বাজায়;
উত্তরে নেয়ার জন্য।
এ আর নয়তো কেহ-
বন্ধু সব অনন্য,
সজনেতে বসত গড়ে;
টাকা খোওয়ানোর জন্য।
৪৫ জনে করে তাহা
তাই পিছে ঘুরার জন্য,
৪ জনেতে পাশ্বে থাকে;
কিছু পাওয়ার জন্য।
আহা কিযে স্বাদের বন্ধু আমার-
৪৯ জনই ফাঁকি,
১ জনেতে কাছে থাকে;
নিয়ে মরন ঝুঁকি।
এই ১ জনই মোর বন্ধু হলো-
হায়রে আজীবনের,
সুখে দুঃখে পাশে থাকে;
থাকবে আমার মরনের।
(চলবে)