শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, ফুলতলা খুলনা:- ফুলতলা উপজেলার দামোদর দামোদর গৌরহরি সনাতন ধর্ম সংঘ (গাছতলা মন্দিরে) গতরাত ২‘৪৮ টায় (সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী) গেটের তালা ভেঙে তিন
যুবক ভিতরে প্রবেশ করে।তারা প্রতিমার শরীর থেকে স্বর্ণের চেইন, টিপ এবং কাঁসা পিতলের বাসন ও ঘন্টাসহ সাড়ে ৫৬ হাজার টাকার মালামাল চুরি করে ৩‘৩৫ টায় নির্বিঘ্নে বিদায় নেয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।