শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
বিশেষ প্রতিননিধ:১২জানুয়ারী চট্টগ্রাম মহানগরীতে কমিউনিটি পুলিশিং কমিটি মহানগরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ১২জানুয়ারী, বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃঞ্ষপদ রায়।
মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক ও দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম.এ মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব,চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপনের সঞ্চালনায়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ঞপদ রায়, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়ারিশ চৌধুরী,মহিলা কাউন্সিলর মিসেস আবিদা আজাদ সহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন জোন অফিসার ও থানার ওসি, ওসি তদন্ত প্রমুখ।
বিতরণ কালে পুলিশ কমিশনার বলেন, অসহায়-অতদরিদ্রদের সার্বিক সহযোগিতায় নগরের ধনবান,বিত্তশালীদের স্বাধ্যমত এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান। এই শীতে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ১৬টি থানা এলাকায় বিট পুলিশ কমিটির আয়োজনেও এ কার্যক্রম করতে তিনি বিটের দায়িত্বশীলদের আহবান করেন। কার্যক্রমে প্রায় শতাধিক অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।