রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা, খুলনার পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় ০৩ বছরের শিশু কন্যা জান্নাতুলের মৃত্যু হয়েছে।
পুলিশ ট্রলিটাকে জব্দ করতে পারলেও চালক পলাতক রয়েছে।
নিহতের পিতা আল-আমীন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সুতা গ্রামের বাসিন্দা। চাকরি করার সুবাধে তিনি পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে খোকন গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
৩১/১২/২০২২ শনিবার সকালে তার ০৩ বছরের শিশু কন্যা জান্নাতুল বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলের ইটভাটা হতে ইটবোঝাই ট্রলি দ্রুত যাওয়ার সময় জান্নাতুলকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
থানার পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রলিটি আটক করেছে চালক পালিয়ে গেছে।
এ ঘটনায় থানায় অপমৃতু মামলা হয়েছে।