বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
ক্রীড়া প্রতিবেদক:২১ডিসেম্বরসিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লীগ ২০২২-২৩ উপলক্ষে অংশগ্রহণকারী ক্লাবসমূহের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা গতকাল বিকালে সিজেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। লীগের বিভিন্ন বিষয় ও ক্লাব প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উপরে বক্তব্য রাখেন সিজেকেএস এর অতি: সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন সিজেকেএস এর যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, প্রবীন কুমার ঘোষ, দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, আলী কায়সার, সৈয়দ আবদুল আহাদ, প্রকৌশলী এস এম তারেক, সদস্য মির্জা আরিফুর রহমান, মো. ইসহাক, মো. নুরুল আমিন, জেসমিন আকতার জেসি ও অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
আগামী ২৬-৩০ ডিসেম্বর ২০২২ ১ম বিভাগ দাবা লিগ এবং ৩১ ডিসেম্বর হতে ৪ জানুয়ারী ২০২৩ পর্যন্ত প্রিমিয়ার বিভাগ দাবা লিগ এম এ আজিজস্থ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।
বিশ্ব দাবা নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই লিগ ২টি আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট হিসেবে গণ্য হবে। প্রিমিয়ার দাবা লীগে ৮টি ক্লাব ও ১ম বিভাগ দাবা লীগে ৩২ টি ক্লাব অংশগ্রহণ করবে।