1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

ইপিজেড আকমল আলী লিংরোড এলাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যের বিদেশীমদ উদ্ধার ও ১টি পিকআপ ভ্যান জব্দসহ আটক -০১

  • আপডেট সময়ঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:১২ডিসেম্বর,চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী রোড বেড়ীবাধঁ(বালুর মাঠ সংলগ্ন গোলচত্তর মোড় হতে )১২ডিসেম্বর(সোমবার) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে  বিপুল পরিমান (১পিকআপ বিদেশী মদ)সহ ১জন কে আটক করেছে বলে জানিয়েছেন এডিসি (বন্দর জোন) শেখ মোঃ শরিফুজ্জামান।

সোমবার বিকেলে থানা এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এডিসি শরীফ আরো জানান,আকমল আলী রোড বেড়ীবাধঁ বালুর মাঠ সংলগ্ন লিংরোড দিয়ে নদীপথে আসা প্রায় ৪৪কাটন(১পিকআপ বিদেশী মদ)৫২৮বোতল মদ চোরাকারবারীরা নিয়ে যাচ্ছে। উক্ত গোপন তথ্যর ভিত্তিতে পিকআপ ভ্যান(ঝালকাঠি-ট) কে আটক করলে গাড়ী রেখে চোরাকারবারী সদস্যরা পালিয়ে যাই।  পরে বিশেষ অভিযান করে গাড়ীর হেলপার মোঃ সেলিম (৩৫),পিতা-মোঃ আবুল কাশেম,সাং-মানরা,ব্রাক্ষ্মনপাড়া, কুমিল্লা কে আটক করেন।

অভিযানে উদ্ধারকৃত  বিদেশী মাদকের মূল্য প্রায় ৪০ লাখ টাকা হতে পারে। আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডিসি শরিফ আরো বলেন, দীর্ঘদিন যাবত একটি চোরাকারবারী চক্র নদীপথে ও পতেঙ্গা-ইপিজেড বন্দর সংযোগ(লিংরোড) দিয়ে দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ,গাজা-উস্কী , বিয়ার ও বিদেশী সিগারেট পাচার হবার খবর থাকলেও সঠিক তথ্যর অভাবে  তা প্রতিরোধ করা সম্ভব হচ্ছেনা।

এ ব্যাপারে সবার সহযোগিতা নিয়ে মদ ও চোরাকারবারী চক্রকে ধরতে স্বচেষ্ট রয়েছে পুলিশ টিম। উদ্ধার অভিযান চলাকালে আরো ৩/৪জন অজ্ঞাত চোরাকারবারী দলের সদস্য পালিয়েছেন বলে ও জানায়। এসময় উপস্থিত ছিলেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, পুলিশ পরিদর্শক তদন্ত মো: নুরুল বাশার (এস আই) মোঃ আরিফ হোসাইন।

সোমবার ভোর সাড়ে ৫টা থেকে ৫.৪০ মিনিট পর্যন্ত পুলিশের অভিযানে এস.আই আবু সাঈদ,এস.আই বেলায়েত হোসেন,এ.এস আই আল মামুন,এ.এস আই মনিরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স। এঘটনায় ইপিজেড থানায় বিশেষ ক্ষমতা আইনের২৫-বি /২৫-ডি ধারায় ০৫ নং মামলা রুজু হয়েছে বলে থানার দায়িত্বরত পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এছাড়া আটক ব্যক্তি  কে রিমান্ড আবেদন, বাকি আসামীদের আটক এর চেষ্টা চলছে বলে ওসি আব্দুল করিম জানান।

শেয়ার করুন

আরো দেখুন......