শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা:-খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খালিশপুর থানা এলাকার মোঃ জলিল(৪৩), মাদারীপুর জেলার সদর থানা এলাকার মোঃ ফয়সাল হোসেন(২৪),হরিনটানা থানা এলাকার মোঃ তরিকুল ইসলাম(৪২),ওই থানা এলাকার মোঃ রিজাউল ইসলাম(৪৫),ডুমুরিয়া থানা এলাকার মোঃ হারুন সরদার(৪০) এবং শ্যামনগর থানা এলাকার মোঃ আলী হোসেন বাবু(২৪)কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩টি মামলা রুজু করা হয়েছে।