1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

ধর্ষণের অভিযোগে থানায় মামলা আসামী ধরাছোঁয়ার বাইরে

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ জন দেখেছেন

জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর:- ময়মনসিংহ সদর  উপজেলা ৩নং বোররচর ইউনিয়নে বনপাড়া গ্রামে১৪ বছরের এক কিশোরী ধর্ষণের  শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে । গত (০৩ নভেম্বর ) রাতে সদর উপজেলা বোররচর ইউনিয়নের বনপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। পরে কিশোরীর মা বানুরা বেগম বাদী হয়ে ০৬ নভেম্বরে একজনকে  আসামি করে কোতোয়ালি মডেল  থানায় মামলা দায়ের করেছেন,মামলা নং-৪৬

অভিযুক্তরা হলেন সদর  উপজেলা বোররচর ইউনিয়নের মিরধা পাড়া গ্রামের বাসিন্দা  মোঃ মোশারফ হোসেন ওরফে মোশার ছেলে আশিকুল ইসলাম সিয়াম (১৯) বিরুদ্ধে   ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে( ৯)১ ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধের  মামলা করেন। অভিযুক্ত ধর্ষণ মামলার আসামী আশিকুর রহমান সিয়াম এখনো ধরাছোঁয়ার বাইরে।

 

এ বিষয়ে ভুক্তভোগী   কিশোরীর মা বানুরা বেগম জানান ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা এজাহারভুক্ত আসামীর আত্মীয়-স্বজনদের মাধ্যমে প্রকাশ্যে, হুমকি দিয়ে যাচ্ছেন  আমাকে ও আমার পরিবার কে।

আমি  কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করি অভিযুক্ত ধর্ষণ মামলার আসামী আশিকুর ইসলাম সিয়াম এখনো ধরাছোঁয়ার বাইরে।

এই বিষয়ে জানতে চাইলে  তদন্তকারী  কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন আসামীকে ধরার অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগীর মা বলেন  আমার মেয়েকে  বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে    কু  -প্রস্তাব দিয়া আসিতে থাকে।   পরে সে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক আমন  ধান ক্ষেতে  ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে।  বোররচর ইউনিয়নের মূর্ধাপাড়ার বাসিন্দা মোশারফ হোসেন  মোশার ছেলে আশিকুর ইসলাম সিয়াম(১৯) ০৩/১১/২০২২ তারিখ রাত অনুমান ०৮. ঘটিকার সময় বিবাদী মোঃ আশিকুর রহমান ওরফে সিয়াম (১৯)কে এলাকাবাসী  আটক করে।পরে  অভিভাবককে খবর দেয়এ অবস্থায় অভিভাবক বিবাহের কথা বলিয়া দর্শনকারী আশিকুর ইসলাম সিয়াম কে বাড়িতে নিয়ে যায়। এই ঘটনায় কোন শুরাহা না হওয়ায়   গত( ৬)তারিখে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষণ মামলার আসামী আশিকুর রহমান সিয়াম এখনো ধরাছোঁয়ার বাইরে।

এ বেপারে বোররচর ইউনিয়নের বনপাড়া গ্রামের স্হানীয় জনগণ ধর্ষণের আসামী আশিকুর রহমান সিয়াম কে দ্রুত গ্রেফতারের ও আইনগত ব্যবস্থাগ্রহণের দাবী জানিয়েছেন

শেয়ার করুন

আরো দেখুন......