শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
তুফান চাকমা, নানিয়ারচর প্রতিনিধিঃ- রাঙামাটির নানিয়ারচরে পারিবারিক কলহের জের
ধরে গলায় ফাঁস দিয়ে মোছাঃ মোমেনা বেগম (৩০) নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়িতে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মোছাঃ মোমেনা বেগম স্থানীয় মোঃ মফিজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার সময় স্থানীয়রা মোমেনা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে এলাকায় জানাজানি হলে পুলিশের কাছে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নানিয়ারচর থানা পুলিশ।
এ ঘটনায় আইনি ব্যবস্হা গ্রহন করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।