শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পূর্বাহ্ন
মোঃ ইমানুর রহমান,জেলা প্রতিনিধি, খুলনা:- খুলনা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (কেএমপি-ডিবি) মাদক বিরোধী অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম ২৬/১১/২০২২ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানাধীন শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল এলাকা থেকে মাদক ব্যবসায়ী সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মোঃ বাবুল হোসেন বাপ্পি (৪৫) কে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে।