শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ অপরাহ্ন
মহিদুল ইসলাম (শাহীন) বটিয়াঘাটা : বটিয়াঘাটার নবাগত ইউএনও শেখ নুরুল আলম এর সঙ্গে গতকাল বুধবার বেলা ১১ টায় তার নিজস্ব কার্যালয় এক সৌজন্য স্বাক্ষাত করেন বটিয়াঘাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাব উপদেষ্টা আলহাজ্ব মোতাহার হোসেন শিমু, সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইমরান হোসেন সুমন, আরিফুজ্জামান দুলু, কাজি আতিক, তুরান হোসেন রানা। তিনি ৩৪ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ইতিপূর্বে ঢাকা বড় টঙ্গীতে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট’র দায়িত্ব পালন করেন । তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম শেখ মঞ্জুরুল আলম এবং মাতা রওশন আরা বেগম। এ দিকে তাঁর এ যোগদানে কর্মকালীন সময়ে জনসাধারণের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাংবাদিকবৃন্দ।