1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

ইপিজেড থানা পুলিশের অভিযানে জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড (কোরিয়ান) এর গার্মেন্টসে চুরির যাওয়া ১৫ লাখ ৩৪ হাজার ৫ শত টাকার মালামাল ও ১টি মোটর সাইকেল উদ্ধারসহ আটক-০৭

  • আপডেট সময়ঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১২৮ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:- চট্রগ্রাম মজানগরীর ইপিজেড থানাধীন, জি এইচ হেওয়ে কোম্পানী লিমিটেড (কোরিয়ান) এর গার্মেন্টসে চুরির যাওয়ার ঘটনায়, ইপিজেড থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৩ জন আসামী গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে চুরি যাওয়া ১৫,৩৪,৫০০/—(পনের লক্ষ চৌত্রিশ হাজার) টাকার গার্মেন্টস মালামাল উদ্ধার এবং গাড়ী চুরির ঘটনায় জড়িত ০৪জন আসামী গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে চুরি যাওযা ০১ টি মোটর সাইকেল উদ্ধার।

গত ১৮/১১/২০২২ইং তারিখ ইপিজেড থানার মামলা নং—১৩ (১১)২০২২, ধারা— ৪৬১/৩৮০ পেনাল কোড সংক্রান্তে অফিসার ইনচার্জ ইপিজেড থানা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই (নিঃ) রানা প্রতাপ বনিক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী ১। মোঃ কামরুল হুদা প্রঃ রুবেল (৩৮) পিতা—আবুল কাশেম, মাতা—মৃত খাইরুন নেছা, সাং—পূর্ব নাসিরাবাদ, ভূইয়া গলি, আবুল কাসেম এর বাড়ী, থানা—খুলশী, সিএমপি, চট্টগ্রাম, ২। মোঃ হোসেন প্রঃ রানা (২৪) পিতা—জসিম উদ্দিন, মাতা— কমলা বেগম, সাং— হোসেনপুর, জিসি বাড়ি, থানা—শাহারাস্তি, জেলা—চাঁদপুর, বর্তমানে— সল্ট গোলা ক্রসিং, এনামের ভাড়া ঘর, থানা—বন্দর, সিএমপি, চট্টগ্রাম, ৩। মোঃ শাকিল (২২) পিতা— আব্দুল নুর মিঠু, মাতা—শাহিনা বেগম, সাং—ওয়াসিম চৌধুরীপাড়া, আব্দুল নুর কলোনী, থানা—বন্দর, সিএমপি, চট্টগ্রামদের গ্রেফতার করেন এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা ও বন্দর থানার বিভিন্ন জায়গা হতে এবং ডিএমপির খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা হইতে চোরাই যাওয়া বিভিন্ন সাইজের গার্মেন্টস সামগ্রী ৮৫০ পিস জ্যাকেট ও জ্যাকেটের অংশ বিশেষ, মূল্য অনুমান ১৫,৩৪,৫০০/— (পনের লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশত) টাকার মালামাল উদ্ধার করেন।

অপর এক অভিযানে ১৮/১১/২০১২ইং তারিখ ইপিজেড থানার মামলা নং— ১৫(১১)২২, ধারা—৩৭৯ পেনাল কোড—১৮৬০ সংক্রান্তে অফিসার ইনচার্জ ইপিজেড থানা এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরির ঘটনায় জড়িত আসামী ১। মোঃ মহসিন চৌধুরী প্রকাশ সাদ্দাম (৩০), পিতা—মৃত— আব্দুল হালিম চৌধুরী প্রকাশ আলিম উল্লা নুনচু, মাতা—নুর নাহার চৌধুরী, সাং—কাঞ্চন নগর, চৌমহনী, মহারাজার বাড়ী, ডাকঘর—কাঞ্চননগর, থানা—ফটিকছড়ি, জেলা—চট্টগ্রাম, বর্তমানে—দেলোয়ার সাহেবের বাড়ী, কসমোপলিটন আবাসিক এলাকা, ১নং রোড, ২ নং গেইট, থানা—পাঁচলাইশ, জেলা—চট্টগ্রাম, ২। মোঃ ইদ্রিস প্রকাশ কালু (২৩), পিতা—মৃত— আবুল খায়ের, মাত—মোছাঃ ছকিনা বেগম গড়ি, সাং—হাফিজ নগর, আলাফ খাঁর বাড়ী ডাকঘর—বিদ্যাবন হাট, থানা—ফটিকছড়ি, জেলা—চট্টগ্রাম, বর্তমানে—সওদাগর বাড়ী, বিবিরহাট, জামান হোটেলের পিছনে, থানা—ফটিকছড়ি, জেলা—চট্টগ্রাম, ৩। মোঃ নাজিম উদ্দিন (৪৫), পিতা—মৃত—কবির আহম্মদ, মাতা—মৃত—ছকিনা বেগম, সাং—রোসাংগীরি, লালিবাপের বাড়ী, ডাকঘর—রোসাংগীরি, থানা—ফটিকছড়ি, জেলা—চট্টগ্রাম এবং ৪। মোঃ আরাফাতুর রহমান প্রকাশ সুজন (৩৫), পিতা—মোঃ শফিউল আলম, মাতা—মোছাঃ শাহানাজ বেগম, সাং—পশ্চিম সুলতানপুর, ফতেয়ালী তালুকদার বাড়ী, ডাকঘর—কুন্ডশ্বরী, থানা—রাউজান, জেলা—চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন গহিরা এলাকা হতে চোরাই মোটর সাইকেল ঐঊজঙ ওএঘওঞঙজ, ১২৫ ঈঈ, লাল রংয়ের মোটরসাইকেল, যাহার রেজিঃ নং—নেত্রকোনা—হ—১২— ৩৫২৩, ইঞ্জিন নং—ঔঅ০৬ঊঐঔ৯ঔ১১৬৫০, চেসিস নং— চঝ১ঔঅঝঙ২৭ঔঔক০০৩৭৪,মূল্য অনুমান ১,৩৫,০০০/—(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা উদ্ধার করেন। উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরো দেখুন......