1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল ডেঙ্গু রোগীদের জন্য কর্নেল (অব.) হারুনুর রশিদের মানবিক সহায়তা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাঁশখালীতে ভাড়া বাসায় ডাকাতি। দায়িত্ব পালনে দারোয়ানের অবহেলা। গ্রাম্য সালিশে মিমাংসার চেষ্টা। এলাকাবাসির ক্ষোভ দারোয়ানের প্রতি। শিবগঞ্জে দুর্ভোগের দীর্ঘশ্বাস: ভাঙা সড়ক আর জনপ্রতিনিধিদের মিথ্যা প্রতিশ্রুতি!

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশ বিএনপি সংঘর্ষে ২৪৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা দায়!

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৩৮ জন দেখেছেন

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জের লাখাইয়ে বিএনপির বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি, যুবদলের ২৪৫ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর ২২) ইং হবিগঞ্জ জেলার লাখাই  থানা পুলিশ মামলা  দায়ে করেন

বিএনপির ২৪৫  নেতা কর্মীদের বিরুদ্ধে এ মামলার রুজু করা হয়!

 

পুলিশের সুত্রে জানা যায় বুধবার  গভীর রাতে লাখাই থানার এসআই ফজলে রাব্বী এ মামলা করেন।

 

এতে প্রধান আসামি করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায়বিষয়ক সম্পাদক জি কে গউছকে।

 

স্থানীয় সুত্রে জানা যায়  বুধবার সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

 

সভা শুরুর কিছুক্ষণ পর সেখানে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়।

 

একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে!

 

সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেটে অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।

অবরুদ্ধ করে রাখা হয় শত শত নেতাকর্মীকে।

 

এ ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করেন দলীয় নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

 

গণসমাবেশের প্রস্তুতি সভায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপির।

 

এ বিষয়ে লাখাই থানার ওসি মো. নুনু মিয়া জানান, পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে ২৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দেড়শ থেকে দুইশজনকে আসামি করে মামলা করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে!

শেয়ার করুন

আরো দেখুন......