1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
শিরোনামঃ
বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝড়লো কাভার্ডভ্যান চালকের চট্টগ্রাম- ১১ আসন”তৃণমূল আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিয়াউল হক সুমনের মনোনয়ন পত্র দাখিল গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করলেন কাবির মিয়া হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু’র নেতৃত্বে হরতাল কর্মসূচীতে বিক্ষোভ মিছিল। ময়মনসিংহ ১৪৭,ফুলপুর ২ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিলেন শরীফ আহমেদ। রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এর মনোনয়নপত্র জমা। শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম চট্টগ্রামে তৃণমূল বিএনপি জোটের পক্ষে ৫ ও ১০ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল মনোনয়ন জমা দিলেন ঠাকুরগাঁও – ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগম বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপরে হামলা

শরীয়তপুরে সদর হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগীর প্রাদুর্ভাব, শয্যা সংকট।

  • আপডেট সময়ঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৬৯ জন দেখেছেন

রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে শরীয়তপুরে ব্যাপক হারে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের বেডে জায়গা না পেয়ে অনেককে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দার ফ্লোরে। শয্যা সংকট হয়ে পরেছে হাসপাতালে।শরীয়তপুর সদরের ১০০ শয্যা হাসপাতাল ও অন্যান্য ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শরীয়তপুরে গত এক সপ্তাহে সহস্রাধিক মানুষ ডায়রিয়া ও নিউমোনিয়া  আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর ২/৩ দিনেও কোন উন্নতি না হওয়ায় তাদেরকে শরীয়তপুর সদরের ১০০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে। এখানে ডায়রিয়া ওয়ার্ডে বেডের সংখ্যা ২০টি, শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা ১৮টি । শরীয়তপুর সদর ও বিভিন্ন উপজেলা থেকে রোগী আসায় প্রতিদিন ভর্তি হওয়া রোগীর সংখ্যা অর্ধ-শতাধিক। এ কারেণে বেডে না পেয়ে বাধ্য হয়ে রোগীদেরকে হাসপাতালের বারান্দায় ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

 

রবিবার (১৩নভেম্বর) শরীয়তপুর ১০০ শয্যা হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচ তলার বারান্দায় ডায়রিয়ার রোগীর জন্য কোন জায়গা ফাঁকা নেই। এতে করে চিকিৎসক ও নার্সরা রোগীদেরকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন। আর ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন উপজেলা থেকে আসা রোগী ও তাদের স্বজনরা।

 

রবিবার  (১৩ নভেম্বর) দুপুরে সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশু ওয়ার্ডের জন্য নির্ধারিত বেড খালি না থাকায় অতিরিক্ত রোগীকে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড রয়েছে ১৮টি। কিন্তু শনিবার রোগীর সংখ্যা ছিল ৫০ জন। অন্যদিকে, ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে ২০টি। কিন্ত রোগীর সংখ্যা ছিল শিশুসহ ৩০ জন।এছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। বিড়ম্বনার মধ্যে পড়ছেন রোগীর স্বজনরা।

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুস সোবহান বলেন, আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডাজনিত কারণে জ্বর ও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালে শয্যা সংকট হওয়ায় ফ্লোরে রোগীদের রাখতে হচ্ছে। এই মুহুর্তে মায়েদের সচেতন হতে হবে। পচা-বাসি খাবার খাওয়া যাবে না।  শিশুদের বেশি করে নিরাপদ পানি পান করাতে হবে। নবজাতকদের ঘন ঘন বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো দেখুন......