1. admin@dailyoporadhonusondhanltd.net : admin :
  2. mdalamin0972@gmail.com : alamin :
শিরোনামঃ
ঢাকায় নিহত ভাঙ্গারী ব্যবসায়ী সোহাগের দাফন বরগুনায় সম্পন্ন  বরগুনায় ৩৩০০ কৃষকের মাঝে ভেজা ও নষ্ট সার-বীজ বিতরণ, উপজেলা কৃষি কর্মকর্তার গাফলিত” কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বটিয়াঘাটার ৪ নম্বর সুরখালি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন ২০২৫ বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বালিয়াডাঙ্গীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড বাঁশখালীতে আস্করিয়া সড়ক নয় যেন মিনি পুকুর বাগেরহাটের ইউএনও মুস্তাফিজুর রহমান মানবতার সেবায় নিয়োজিত গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ ধাড়িয়া বন্দরে বিএনপি’র সদস্য নবায়ন কার্যক্রম সফল

যশোরে ০৭ কেজি ০১২ গ্রাম স্বর্ণসহ চোরাকারবারি আটক -০২

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১২২ জন দেখেছেন

মোঃ মুরাদ হোসেন,যশোর জেলা প্রতিনিধি,দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকা। 

শার্শা থানাধীন লক্ষনপুর মৌজাস্থ আমিনুরের চাতালের মোড় নামক স্থানে ইসলাম বিডিআর এর কলাই ক্ষেতের পাশে কাচা রাস্তার উপর।গত০৫/১১/২০২২ খ্রিঃ তারিখ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসাবে ০৭/১১/২০২২ খ্রিঃ শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা শার্শা থানাধীন লক্ষনপুর মৌজাস্থ আমিনুরের চাতালের মোড় নামক স্থানে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিল। চেকপোস্ট করাকালে বেলা ১৩.৫৫ ঘটিকায় আন্দলপোতা বেদেপুকুরের দিক থেকে একটি এ্যাপাচি আরটিআর লাল রংয়ের মোটর সাইকেল যোগে দুই জন ব্যক্তিকে আসতে দেখে তাদের থামার সংকেত দিলে তারা পাশের কাচা রাস্তা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় সেখানে নিয়োজিত পুলিশ সদস্যরা জনৈক ইসলাম বিডিআর এর কলাই ক্ষেতের পাশে কাচা রাস্তার উপর তাদেরকে আটক করে। তাদের পালানোর কারন জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ চোরাকারবারি ও তাদের নিকট অবৈধ্য স্বর্ণ রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সহকারী কমিশনার (ভূমি) শার্শার উপস্থিতিতে জব্দকৃত মোটরসাইকেলে তাদের দুজনের বসার মধ্যবর্তী স্থানে বিশেষ কায়দায় রক্ষিত একটি শপিং ব্যাগ থেকে ৬২ (বাষট্টি) পিচ বিভিন্ন আকার ও ওজনের স্বর্ণের বার, যার মোট ওজন ৭ কেজি ০১২ গ্রাম, যার মূল্য অনুমান ৫ কোটি ১৫ লক্ষ টাকা, (খ) ০১টি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল, (গ) আসামিদের ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং দুইজন ব্যক্তিকে আটক করা হয়।এ সংক্রান্তে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শার্শা থানার মামলা নং ০৬, তারিখঃ ০৭/১১/২০২২ খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(ই) এর ১ (অ) রুজু হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ

(১) মোঃ নাইম মল্লিক (২১), পিতা-মৃত আবু জাফর মল্লিক, সাং-টেংরালী (ভেরদদারী পাড়া), থানা-শার্শা, জেলা-যশোর।

(২) মোঃ আজহারুল ইসলাম (২২), পিতা-মোঃ শাহজাহান মিয়া, সাং-বহিলাপোতা (টিলাপাড়া), থানা-শার্শা, জেলা-যশোর।

শেয়ার করুন

আরো দেখুন......