বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
মোঃ রজিবুল ইসলাম,বিভাগীয় প্রধান খুলনা:-খুলনা(কেএমপি)লবণচরা থানা পুলিশের অভিযানে সাইকেল এর মধ্যে বিশেষ কায়দায় লুকানো ০১ কেজি গাঁজা সহ ০১ জন আটক করেছে।
খুলনা লবণচরা থানার একটি টিম লবণচরা থানাধীন জিরোপয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিরোপয়েন্ট খানজাহান আলী ব্রিজ গামী (রুপসা ব্রীজ) মহাসড়কের রুপসী বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ জুয়েল সরদার (৩৩), পিতা- আজিবর রহমান সরদার, সাং-রুঘুনাথ পুর, থানা-বেনাপোল পোর্ট থানা, জেলা-যশোর।আসামীর ব্যবহৃত সাইকেল এর টায়ারের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।